হাইকোর্টের সামনে বাসে আগুন

Oct 31, 2023 - 16:11
Oct 31, 2023 - 17:14
 0  100
হাইকোর্টের সামনে বাসে আগুন

রাজধানীর হাইকোর্টের সামনে সার্ক ফোয়ারার পাশে বাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার সময়ে বাসে আগুন দেয় তারা। এরপরেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে এসে যোগ দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশে বিএনপি-জামায়াতের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন চকবাজার থানার পরিদর্শক তদন্ত জাকির হোসেন (৪১), অপারেশন আব্দুল হালিম (৪৩), সাব ইনেসপেক্টর শুভঙ্কর রায় (৩৮)।

পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম বলেন, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী মিছিল বের করে রাস্তায়। এসময় তাদের সামনে যেতেই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায়। এবং তাদেরও শরীরে আঘাত লাগে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow