পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতাকে হল ত্যাগে বাধ্য করতে মারপিটের অভিযোগ
পাবনা মেডিকেল কলেজে হল ত্যাগে বাধ্য করতে এক ছাত্রলীগ নেতার কক্ষ তছনছ ও তাঁকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল কুমার দাস নিজের সংগঠনের নেতাদের বিরুদ্ধে অধ্যক্ষ বরাবর এই অভিযোগ দিয়েছেন। তিনি নিজেকে নিরাপত্তাহীন দাবি করে অধ্যক্ষর কাছে নিরাপত্তা চেয়েছেন।
রাহুল কুমার দাস পাবনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি কলেজের ছাত্রবাসের বৈধ আবাসিক ছাত্র। প্রস্তাবিত বঙ্গবন্ধু হলের নিচ তলায় হল সুপারের জন্য বরাদ্দ করা কক্ষে তিনি থাকেন।
লিখিত অভিযোগে রাহুল কুমার দাস জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি হলে নিজের কক্ষে ছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অভিতোষ চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক নাহিন্নবীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাঁর কক্ষে প্রবেশ করেন। তাঁকে তৎক্ষণাৎ কক্ষ ত্যাগের নির্দেশ দেন। তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানোর কথা বললে তাঁরা তখন তাঁর (রাহুল) ওপর চড়াও হন। একপর্যায়ে কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করেন। তিনি বাধা দিতে গেলে তাঁকে মারপিট করেন ওই নেতা-কর্মীরা।
What's Your Reaction?