আশুলিয়ায় আজও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা মানছেন না আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা। আশুলিয়ার কয়েকটি স্থানে আজ বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন তাঁরা। সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারী ও পথচারী কয়েকজন শ্রমিক আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।
পোশাকশ্রমিক বিক্ষোভ: থমথমে গাজীপুরের কোনাবাড়ি
পুলিশ ও শ্রমিকেরা বলেন, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়ার বিভিন্ন কারখানায় সকালে যথাসময়ে উপস্থিত হন শ্রমিকেরা। তবে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। সকাল ৯টার দিকে বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়। জামগড়া এলাকায় ছুটি ঘোষণার পর শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। কিছু সময় পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। কিছু শ্রমিক এ এলাকার কয়েকটি সড়কে অবস্থান নিলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আরও কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আমাদের একজন সহকারী পুলিশ সুপার আহত হয়েছেন। তিনি তলপেটে আঘাত পেয়েছেন।’

মো. আরিফ নামের আহত এক শ্রমিক আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নেন। আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি কারখানায় কাজ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা কারখানায় কাজ করছিলাম। ১০টার দিকে কারখানার বাইরে অন্যান্য কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে পরে আমাদের কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। কারখানা থেকে বের হওয়ার পর শ্রমিকদের ছোড়া ইট এসে আমার মাথায় লাগে। আরও কয়েকজন শ্রমিক ব্যথা পাইছে। পরে পুলিশ টিয়ার শেল মারলে সবাই এদিক–সেদিক চলে যায়।’
তথ্যসুত্রঃ প্রথম আলো
What's Your Reaction?