গাজায় অনেক বেসামরিক মানুষ মরছে: মার্কিন সিনেটর

গাজায় অনেক বেসামরিক মানুষ মরছে: মার্কিন সিনেটর

Nov 9, 2023 - 17:52
 0  89
গাজায় অনেক বেসামরিক মানুষ মরছে: মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মুরফি বলেছেন, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান ইসরায়েলি হামলায় অনেক বেশি বেসামরিক নাগরিক নিহত হচ্ছে।

নির্বিচারে হামলা না চালিয়ে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু আরও সুনির্দিষ্ট করা উচিত বলেও মন্তব্য করেন মুরফি। তিনি মনে করেন, এতে বেসামরিক মৃত্যুর হার কমে আসবে।

ক্রিস মুরফি সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য। কানেকটিকাট অঙ্গরাজ্যের এই বাসিন্দার দাবি, আগ্রাসন থেকে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে।

ইসরায়েলি গোয়েন্দার ফোন, ‘বোমা মারা হবে, ২ ঘণ্টা সময় দিলাম’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো তিনিও গাজায় যুদ্ধবিরতির বিরোধী। তাঁর আশঙ্কা, যুদ্ধবিরতি হলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের আরও সুসংগঠিত করতে পারবে হামাস।

তবে মুরফি মনে করেন, বেসামরিক মৃত্যুর সংখ্যা কমাতে ইসরায়েলের উচিত লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করা।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেটর বলেন, ‘আমি মনে করি, বেসামরিক নিহতের সংখ্যা অনেক বেশি। হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করাটা গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক।’

মুরফি আরও মনে করেন, ইসরায়েলের উচিত বিমান হামলা কমিয়ে স্থল অভিযান বাড়ানো। এতে বেসামরিক নিহতের সংখ্যা কমবে।

হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে মুরফি বলেন, হামাসের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের আছে।

গাজায় হামাসের ১৩০ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

গাজায় বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে মুরফি ও তাঁর ২০ জনের বেশি সহকর্মী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দিয়েছেন। ইসরায়েল যেন যুদ্ধের বিধিগুলো মেনে চলে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দুই দশক আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্র যে ভুলগুলো করেছিল, তার থেকে যেন ইসরায়েল শিক্ষা নেয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণ যায়। ওই দিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এক মাসের বেশি সময়ে গাজায় নারী, শিশুসহ সাড়ে ১০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। ইসরায়েলি হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থীশিবির—কিছুই বাদ যাচ্ছে না।

তথ্যসুত্রঃ প্রথম আলো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow