ঈশ্বরদীতে গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাল চুরি
পাবনার ঈশ্বরদীতে রাইসমিলের গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলের জগলু প্রামাণিক রাইসমিলে এ ঘটনা ঘটে। চাল ব্যবসায়ী আব্দুল হান্নান মালিথা বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোডাউনের তালা দিয়ে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে এসে দেখি গোডাউনের তালা ভাঙা। গোডাউন থেকে ১৭৫ বস্তা চাল চুরি হয়ে গেছে। ধারণা করছি রাতে ট্রাকে করে চোরেরা চাল নিয়ে গেছে। ১৭৫ বস্তা চালের বস্তার মূল্য প্রায় ২ লাখ টাকা।
পাবনার ঈশ্বরদীতে রাইসমিলের গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলের জগলু প্রামাণিক রাইসমিলে এ ঘটনা ঘটে।
চাল ব্যবসায়ী আব্দুল হান্নান মালিথা বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোডাউনের তালা দিয়ে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে এসে দেখি গোডাউনের তালা ভাঙা। গোডাউন থেকে ১৭৫ বস্তা চাল চুরি হয়ে গেছে। ধারণা করছি রাতে ট্রাকে করে চোরেরা চাল নিয়ে গেছে। ১৭৫ বস্তা চালের বস্তার মূল্য প্রায় ২ লাখ টাকা।
ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত হাসান বসির জানান, চাল চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?