দুর্নীতি: এক পুলিশ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

র‍্যাব–২ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসকে দুদকে তলব করে নোটিশ দেওয়ার পর তিনি আকাউন্ট থেকা টাকা তুলে নিয়েছেন ।

May 31, 2024 - 02:59
May 31, 2024 - 03:03
 0  77
দুর্নীতি: এক পুলিশ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

র‌্যাবের কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে, দুদকের পক্ষ থেকে আজ আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে, র্যাব-২–এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক কার্যালয়ে তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি দুদকে আসেননি। তাঁকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পর ব্যাংক হিসাব থেকে তিনি টাকা তুলে নিয়েছেন।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আরও বলেন, ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের পর র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেছে দুদক। আদালত শুনানি নিয়ে র্যাব কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow